এমএমএম (MMM = TRIPLE M) আসলে কি?
এমএমএম এর জন্ম রাশিয়াতে একটি আর্থ-সামাজিক উপকার, সাহায্য ও সহযোগিতার মাধ্যম হিসেবে।
এমএমএম এর জন্ম রাশিয়াতে, ১৯৮৯ সালে। এর মূল ভাবনা ও পরিকল্পনাকারী হচ্ছেন কেবলমাত্র একজন ব্যক্তি যার নাম MR. SERGEI PANTELEVEECH MAVRODI. তাকে সারা বিশ্বের মানুষ একজনMATHEMATICAL GENIUS হিসাবেই জানে। তার নামানুসারেই MMM এর নামকরণ করা হয়েছে MAVRODI MONDIAL MONEYBOX / MAVRODI MONEY MACHINE (MMM). তখনকার পরিকল্পনাটিকে আরও বেশী আধুনিক ও সময়পোযোগী করে MR. SERGEI ২০১২
সনের শুরুতে বিশ্বব্যাপী যাত্রা শুরু করেন যার ফলশ্রুতিতে মাত্র দেড় বছরে
এটি ৬৫টি'র অধিক বেশী দেশে প্রায় ৩৫ মিলিয়নেরও বেশী মানুষ তার এই
পরিকল্পনা গ্রহণ করেছে। পৃথিবীর কোন প্রতিষ্ঠানের পক্ষেই এটা অর্জন সম্ভব
হয়নি। তাহলে দেরি কেন? বাংলাদেশেও অবশেষে চালু হয়েছে ২০ মে' ২০১৩। তাই
এখন আপনিও নেতৃত্ব দেয়ার সুযোগ নিতে পারেন।
আপনার জ্ঞাতার্থে আগেই বলে নিচ্ছি, MMM কোন...
** কোম্পানী নয়/ কোন ব্যবসা নয়
** কোন MLM নয়
** কোন INVESTMENT/বিনিয়োগ পরিকল্পনাও নয়
MMM আসলে একটা...
M = MIND MANAGEMENT
M = MONEY MANAGEMENT
M = MAN MANAGEMENT
**) SOCIAL FINANCIAL help NETWORK/SOCIAL VIRUS
**) INTERNATIONAL DEBT FREE SELF ADJUSTING COMMUNITY
**) MATHEMATICALLY PROVEN MONEY TRANSFERRING SYSTEM
MMM কি বৈধ সিস্টেম?
MMM
শতভাগ বৈধ পদ্ধতি। সকল লেনদেন সাধারণ মানুষ নিজেদের মধ্যে করছে উপহার
হিসেবে। উপহার পৃথিবীর সব দেশেই বৈধ। মূল বিষয় হল আপনাকে মনে রাখতে হবে
আপনি এখানে FREE MONEY (মুক্ত টাকা/অর্থ) দিয়ে কাউকে সাহায্য করছেন আবার
সাহায্য পাচ্ছেনও আরেকজনের কাছ থেকে তার FREE
MONEY (মুক্ত টাকা/অর্থ) থেকে। আপনার সামনে কারো সাহায্যের দরকার হলে আপনি
যেভাবে সাহায্য করতেন ঠিক তেমনি। এভাবেই MMM মানুষকে একতাবদ্ধ করে এবং একে
অপরকে সাহায্য করার শিক্ষা দেয়।
এটা আর কোথায় কোথায় আছে?
সিস্টেম সহজ , প্রচুর চাহিদা থাকার ফলে দিন দিন নতুন নতুন শহর ও দেশ যুক্ত হচ্ছে। এমএমএম মানুষকে একত্রিত করে, বিশ্বাস এবং সহযোগিতা করতে অনুপ্রানিত করে। বিশ্বের প্রায় ৬৫টি'র মত দেশেএমএমএম-এর পদচারনা। এর মধ্যে উল্লেখযোগ্য রাশিয়া, ইউক্রেন, কাজাখাস্তান, ইউরোপ, মিশর, ইসরাইল, আরব, দক্ষিন আফ্রিকা, আমেরিকা, ভারত। এখন শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকা। একটু ভাবুন,কত দ্রুত হচ্ছে এমএমএম এর প্রসার। সারা বিশ্বে মানুষ আয় করছে। এমএমএম এর মূল ওয়েবসাইট সকল রেকর্ড ভেঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের বিশ্ব একটি সুন্দর আগামীর আপেক্ষায়। আমাদের সাথে থাকুন , বাস্তবতাকে পরিবর্তন করে নিয়ে যাব সুন্দর আগামীতে।
MAVRO আসলে কি?
MAVRO হল এমএমএম এর অদৃশ্য মুদ্রা। একটা গানিতিক একক ছাড়া এটা তেমন কিছুই নয়। অন্যান্য মুদ্রার মত(ডলার, ইউরো) এরও ২ টি ভিন্ন “বিনিময় হার” রয়েছে। একটা হচ্ছে ক্রয় এবং অপরটি বিক্রয়। সকল অংশগ্রহণকারী যেকোন সময় MAVRO বিনিময়
হার অনুসারে ক্রয় বা বিক্রয় করতে পারবেন । বিশেষ অটোমেটিক সফটওয়্যার এর
সাহায্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়। বিনিময় হার Mr. SERGEY MAVRODI নিজে ঠিক করে থাকেন।
০১। এমএমএম হলো ম্যাবরুডি মনডিয়াল মানিবক্স বা ম্যাবরুডি মানি মেশিন। আর এটি জন্ম রাশিয়াতে। আর এর জনক একজন রাশিয়ান যার নাম ‘ম্যাবরুডি’।
০২। এমএমএম বিশ্বের বিভন্ন দেশে সফলভাবে পরিচালিত হয়ে এখন আমাদের দেশে।
০৩। এমএমএম একটি অর্থ সাহায্যকারী পরিকল্পনা মাত্র। যার মুক্ত অর্থ আছে যিনি কাউকে সাহায্য করতে চান মানবতার সেবার জন্য বা তার বন্ধুর আর্থিক সুবিধা কিছুটা লাঘবের জন্য বা তার কোন বন্ধুর বন্ধুর উপকারের জন্য।
০৪। এমএমএম এর মাধ্যমে অর্থ বিনিময়ের বিপরীতে আপনি কিছু আয়ও করতে পারেন। মাসিক ৩০ভাগ পর্যন্ত আপনার সাহায্যর বিনিময়ে অর্থ সাহায্য পেতে পারেন। যেমন আপনি কাউকে ১০০০ টাকা অর্থ সাহায্য করলেন এবং নিশ্চয়তা প্রদান করলেন যে আমি আগামী ৩০ দিনের জন্য ১০০০ টাকা কোন একজনকে সাহায্য করতে চাই। এইমর্মে সিস্টেমে’র মাধ্যমে আপনার প্রস্তাবটি তালাবদ্ধ করলেন। তখন কিছুদিন পর আপনার কাছে একটি বার্তা আসবে আপনার কোন একজন এমএমএম বন্ধুর কাছ থেকে যে আমি সাহায্য চাই। তখন আপনি তার অর্থাত সাহায্যকারী বন্ধুর ব্যাংক হিসাবে ১০০০ টাকা নগদ জমা দিয়ে সাহায্যকারী বন্ধুকে মোবাইলের মাধ্যমে অবগত করলেন যে আপনার ব্যাংক হিসাবে আমি টাকা জমা দিয়েছি। তখন সাহায্য গ্রহনকারী বন্ধু তার ব্যাংক হিসাব অনুসন্ধান করে আপনাকে অবগত করবে যে আমি পেয়েছি এবং সে এমএমএম সিস্টেমের মাধ্যমে আপনাকে অবহিত করবে আপনার সাহায্য আমি পেয়েছি। যদি দেখা যায় আপনি সাহায্য করেছেন কিন্তু সাহায্য গ্রহণকারী বন্ধু অস্বীকার করে এবং আপনি যদি প্রমাণসহ তথ্য এমএমএম কে উপস্থাপন করতে পারেন তবে ঐ এমএমএম সদস্য’র আইডি চিরতরে ব্লক হয়ে যাবে। যাইহোক, তদরুপভাবে আপনার সাহায্য প্রদানের কয়েকদিনের মধ্য বিপরীত ভাবে আপনি সিস্টেমের মাধ্যমে আপনার প্রয়োজনে সাহায্য চাইলেন তখনও অনুরূপভাবে একটি বার্তা বার্তা আপনার কাছে আসবে। তখন অনুরূপভাবে এমএমএম বন্ধুকে অবহিত করবেন এমএমএম ইলোক্ট্রনিক অটোমোটেড সফটওয়্যার পদ্ধতির মাধ্যমে।
০৫। এমএমএম কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়।
০৬। এমএমএম কোন দ্রব্য সামগ্রী আদান-প্রদান বা বিতরণের মাধ্যম নয়।
০৭। এমএমএম-এর কোন অফিসিয়াল গ্যারান্টি নাই।
০৮। এমএমএম এর কোন নিজস্ব ব্যাংক হিসাব নাই।
০৯। এমএমএম এর সকল অর্থ সাহায্য সদস্যদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হয়।
১০। এমন কি এমএমএম আপনার সাহয্যের বিপরীতে আপনি অবশ্যই সাহায্য পাবেন সে নিশ্চয়তাও প্রদান করে না।
১১। এটি হলো এমন একটি প্রতিষ্ঠান যা করবেন মানবতার সেবায় করবেন। শুধু পাওয়ার জন্য নয়।
১২। মনে রাখবেন এমএমএম শুধু সাহায্য প্রদানের জন্য নয় আপনিও সাহায্য পেতে পারেন কোন একজন এমএমএম বন্ধুর নিকট থেকে এবং এটিও হতে পারে আপনার জীবনের দৈনন্দিন চাহিদার একটি অংশ।
১৩। এমএমএম সাহায্য প্রদান করতে পারবেন সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত।
১৪। এমএমএম -এ অর্থ সাহায্য প্রদান করবেন সম্পর্ণ আপনার মুক্ত হস্তে। কখনোই ঝুঁকি নিয়ে কারও দ্বারা প্রভাবিত না হয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত সাহায্য প্রদান করবেন না। যেমন- আপনি যদি ১,০০০ টাকা সাহায্য করেন তবে এটি হবে স্বাভাবিক সাহায্য। আবার যদি আপনি ১০,০০০ টাকা সাহায্য করেন তবে এটি হবে অস্বাভাবিক সাহায্য। অতিরিক্ত সাহায্য এমএমএম বন্ধুদের সাহায্যকে অস্থির করে তোলে। তাই বলব স্বাভাবিকতার মধ্যে থেকে আপনার সাহায্য প্রদান করুন।
১৫। তাই আর বিলম্ব নয়; আসুন আমরা সবাই ম্যাবরুডি’র ছাতার তলে সমবেত হয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক সামাজিক সাহায্যকারী প্রতিষ্ঠান হয়ে দাড়াই এবং বন্ধুর সাহায্যে এগিয়ে আসি।
১৬। এমএমএম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার আপলাইন বন্ধু বা লিডার বা ম্যানেজার এর স্মরনাপন্ন হতে পারেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
MMM কিভাবে কাজ করে?
উল্লেখিত
ধারাগুলো কোন আইন নয় মনে রাখবেন। এরকম কোন আইন নেই। সামনে এগিয়ে যাওয়ার
জন্য এগুলো কেবল উপদেশমালা। সঠিকভাবে এসব উপদেশ মেনে চলতে পারলে
অংশগ্রহণকারীরা মাসিক ৩০% পর্যন্ত সুবিধা পেতে পারেন (যার বিস্তারিত
ব্যাখ্যা উপরে দেয়া আছে।
অংশগ্রহনের সীমাঃ ১০০০ টাকা থেকে ৭৮০০০ টাকা।
২টি বাটন এর সমন্বয়ে সিস্টেম তৈরিঃ
PROVIDE HELP (সাহায্য দেওয়া) এবং GET HELP (সাহায্য নেওয়া), এখানে নিবন্ধন সম্পর্ণ ফ্রী।
আপনি যখন নিবন্ধন করবেন তখন PROVIDE HELP বাটন চাপতে হবে যাকে প্রতিশ্রুতি বলে, যার মানে হল আপনি ৩০% সুবিধা নিশ্চিত করার জন্য যে কারো ব্যাংক হিসাবে টাকা জমা করতে সম্মত আছেন মানে কাউকে সাহায্য করতে রাজী আছেন। আপনি যখন আংশিক বা সম্পূর্ণ সুবিধা বিনিময় বা আপনি সাহায্য নিতে চান সিস্টেম এর মাধ্যমে তখন আপনাকে GET HELP বাটন চাপতে হবে।
আপনি যখন নিবন্ধন করবেন তখন PROVIDE HELP বাটন চাপতে হবে যাকে প্রতিশ্রুতি বলে, যার মানে হল আপনি ৩০% সুবিধা নিশ্চিত করার জন্য যে কারো ব্যাংক হিসাবে টাকা জমা করতে সম্মত আছেন মানে কাউকে সাহায্য করতে রাজী আছেন। আপনি যখন আংশিক বা সম্পূর্ণ সুবিধা বিনিময় বা আপনি সাহায্য নিতে চান সিস্টেম এর মাধ্যমে তখন আপনাকে GET HELP বাটন চাপতে হবে।
সুবিধা বাড়ার হার:
MAVRO এর বাড়ার হার শতকরা ৩০ভাগ এক মাস পর (তবে সিস্টেমের প্রয়োজনে এই হার কম বা বেশী হতে পারে যে কোন সময়)। এটা জানা আবশ্যক যে মাসে ত্রিশভাগ হারে সুবিধা পাওয়া গেলে বছরান্তে ২৩গুণ পর্যন্ত হয়।
মনোযোগ আকর্ষণঃ
রেজিস্ট্রেশন করলে PROVIDE HELP বাটন
ব্যবহার করা বাধ্যতামূলক। যদি এক মাসের মধ্যে না করা হয় তাহলে আপনি
সিস্টেম থেকে ব্লক হয়ে যাবেন। টাকা ট্রান্সফার করার অনুরোধ আংশিক কিংবা
পুরো টাকা একসাথে হতে পারে। প্রথমে সিস্টেম মোট পাওনা হিসেব করে GET HELP এবং তারপর দৈবচয়ন পদ্ধতিতে অনুরোধ PROVIDE HELP পাঠায়। টাকা পাঠানোর অনুরোধ এক মাসের মধ্যে হতেও পারে,নাও হতে পারে।
আপনার ডিপোজিট নিশ্চিত হবে যখনঃ
১. যখন আপনি PROVIDE HELP (ক্রয়) এ ক্লিক করে Commitment করবেন।
২. যখন আপনি PROVIDE HELP এর প্রতিশ্রুতি সম্পন্ন করবেন। অর্থাত আপনার Commitment এর টাকা গ্রহীতার ব্যাংক হিসাবে ট্রান্সফার/জমা করা সম্পন্ন হলে অথবা আপনি যখন ক্যাশ দিয়ে Mavro ক্রয় করেন তখন একশতভাগ টাকা ট্রান্সফার করা হলে।
৩. আপনার Mavro কখন মুক্ত হবে: ত্রিশভাগ হারে Mavro মুক্ত হবে ক্রয় করার এক মাস পর।
৩. আপনার Mavro কখন মুক্ত হবে: ত্রিশভাগ হারে Mavro মুক্ত হবে ক্রয় করার এক মাস পর।
৩০% গ্রোথ-এর একটি চিত্র:
সতর্কতাঃ সিস্টেম এর অনুরোধ অনুযায়ী অংশগ্রহণকারীকে অবশ্যই অনুরোধ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ট্রান্সফার করতে হবে(ছুটির দিন হলে আরও বেশি)। যদি কেউ ট্রান্সফার করতে অস্বীকার করে তাহলে তিনি সিস্টেম থেকে বাদ হয়ে যাবেন।
বাড়তি সুবিধা কোথা থেকে এবং কিভাবে দিচ্ছে সিস্টেম?
#####
MMM সিস্টেমে সাহায্য দেওয়ার বা পাওয়ার কোন অফিসিয়াল গ্যারান্টি নেই।#####
অংশগ্রহণকারীদের মাঝে লেনদেন হলে সিস্টেম এর কি লাভ?
চলুন আগে দেখে নেই এই সিস্টেমের কি কি খরচ আছে যা মিটিয়ে সিস্টেমকে লাভ করতেই হবে:
**) এটা কোন প্রচলিত কোম্পানী নয় যার কোন অফিস, স্টাফ, পণ্য, মাসিক বেতন ও অন্যান্য খরচ আছে যা এখান থেকে লাভ করে দিতে হবে।
**) যা আছে তা হচ্ছে শুধুমাত্র SOFTWARE MAINTENANCE খরচ (যা খুব বেশী নয়)। আপনাকে মনে রাখতে হবে এটা যারা চালাচ্ছে তারাও আমাদের মতই এখানে অংশগ্রহণকারী। MR. SERGEY MAVRODI ও তার টপ লীডার'রা সব দেশেই তাদের আইডি আমাদের আগে খুলে আমাদের মতই অংশগ্রহণ করে সাহায্য দিচ্ছে ও নিচ্ছে এবং এখান থেকেই SOFTWARE MAINTENANCE খরচ
মেটানো হচ্ছে। যেহেতু এখানে সবাই অংশগ্রহণকারী, কোন মালিক-কর্মচারী, অফিস,
বেতন বা অন্যান্য বাড়তি কোন খরচ নেই, তাই সিস্টেম কে অতিরিক্ত কোন লাভ
করার দরকার পড়ে না।
আর MMM এর মূল উদ্দেশ্যই হচ্ছে সব মানুষের সমান অংশগ্রহণের মাধ্যমে FREE MONEY (মুক্ত অর্থ) কে সবার মাঝে সুষম বন্টন করা... লাভ লোকসানের কোন বালাই নেই এখানে।।।
শান্ত শাসন কি ?
কখনো ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পরলে সিস্টেমে শান্ত শাসন চালু করা হয় ।
এর মানে কি? এ সময় সকল লেনদেন বন্ধ থাকে। কেউ চাইলে তখন MAVRO কিনতে পারবে এবং এর জন্য সে আলাদা বোনাস পাবে। সাধারনত সবকিছু নরমাল হওয়ার জন্য এক সপ্তাহ সময় ই যথেষ্ট। আতঙ্ক মানুষের একটা মানসিক ধারনা। এমএমএম আতঙ্ক প্রতিরোধ করার জন্য সর্বদা চেষ্টা করে।
নিয়ম অনুযায়ী আতঙ্কের প্রথম ধাক্কা প্রশমন করতে হয় যাতে করে আর বাড়তে না পারে।
যাই ঘটুক, একটা সময় আবার লেনদেন শুরু হবে এবং সিস্টেম চলতে থাকবে। যেহেতু সকল টাকা পয়সা সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে বিদ্যমান কেউ চাইলেও সিস্টেম বন্ধ করতে পারবে না। সকল প্রোপাগান্ডার বাইরে থেকে এটা আপনাদের সর্বদা মনে রাখা উচিত। যেহেতু আমরা একত্রিত আছি, সময়ের পরিক্রমায় আমরা আরও শক্তিশালী হব ।
হ্যাঁ, যাবে। ব্যাংক হিসাব তথ্য তখনই প্রয়োজন হবে যখন আপনি আপনার কোন বন্ধুর কাছ থেকে সাহায্য গ্রহন করবেন।
২ ধরনের বোনাস রয়েছেঃ
১। রেফারাল বোনাস: আপনার দ্বারা নিযুক্ত সকল অংশগ্রহণকারীদের নতুন ডিপোজিট এর উপর ১০%হারে বোনাস।
২। ম্যানেজার/লিডারশীপ বোনাসঃ ম্যানেজারদের কাজের স্বীকৃতি হিসেবে এই বোনাস দেওয়া হয়। এতে করে ম্যানেজার তার উন্নয়ন, কনফারেন্স, ভ্রমন ইত্যাদি ব্যয় নির্বাহ করে থাকেন।
১ম লেভেল– ১০%
ব্যখ্যাঃ
১। রেফারেল এবং ম্যানেজার/লিডার বোনাস অংশগ্রহণকারীর পূর্ণ ডিপোজিট এর উপর দেয়া হয়, কিন্তু শুধুমাত্র ডিপোজিট নিশ্চিত হওয়ার পর। বোনাস কখনো ফ্রিজ করে রাখা হয় না এবং আপনি তা নিশ্চিত ও মুক্ত হওয়ার দিনই উত্তোলন করতে পারবেন।
২। রেফারাল এবং ম্যানেজার/লিডার বোনাস অংশগ্রহণকারীর যে কোন পরিমাণ ডিপোজিট এর উপরই দেয়া হয়, কিন্ত শুধু নতুন ডিপোজিট এর ক্ষেত্রে।
৩। বোনাস কখনো নিজে নিজে বাড়ে না। আপনাকে এটা উত্তোলন করে পুনরায় PROVIDE HELP (ক্রয়)করতে হবে।
১। রেফারাল বোনাস: আপনার দ্বারা নিযুক্ত সকল অংশগ্রহণকারীদের নতুন ডিপোজিট এর উপর ১০%হারে বোনাস।
২। ম্যানেজার/লিডারশীপ বোনাসঃ ম্যানেজারদের কাজের স্বীকৃতি হিসেবে এই বোনাস দেওয়া হয়। এতে করে ম্যানেজার তার উন্নয়ন, কনফারেন্স, ভ্রমন ইত্যাদি ব্যয় নির্বাহ করে থাকেন।
১০ ম্যানেজার এর বোনাস ১০%
১০০ ম্যানেজার এর বোনাস ১%।
১০০০ ম্যানেজার এর বোনাস ০,৫%।
১০০০০ এর ০,১% এবং পরের সকল স্তরে ০,১%।
১ম লেভেল– ১০%
২য় লেভেল- ১%
৩য় লেভেল- ০,৫%
৪র্থ লেভেল- ০,২৫%
৫ম লেভেল- ০,১%
৬ লেভেল ও তারপর– ০,১%
ব্যখ্যাঃ
১। রেফারেল এবং ম্যানেজার/লিডার বোনাস অংশগ্রহণকারীর পূর্ণ ডিপোজিট এর উপর দেয়া হয়, কিন্তু শুধুমাত্র ডিপোজিট নিশ্চিত হওয়ার পর। বোনাস কখনো ফ্রিজ করে রাখা হয় না এবং আপনি তা নিশ্চিত ও মুক্ত হওয়ার দিনই উত্তোলন করতে পারবেন।
২। রেফারাল এবং ম্যানেজার/লিডার বোনাস অংশগ্রহণকারীর যে কোন পরিমাণ ডিপোজিট এর উপরই দেয়া হয়, কিন্ত শুধু নতুন ডিপোজিট এর ক্ষেত্রে।
৩। বোনাস কখনো নিজে নিজে বাড়ে না। আপনাকে এটা উত্তোলন করে পুনরায় PROVIDE HELP (ক্রয়)করতে হবে।
No comments:
Post a Comment